Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিক্ষোভের ৫ম দিন লস অ্যাঞ্জেলসে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ১১ জুন ২০২৫ ২১:০৯

ডাউনটাউন এলাকায় জারি করা রাত্রিকালীন কারফিউ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযান ঘিরে পঞ্চম দিনের মতো বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলসে ‘ম্যাস অ্যারেস্ট’ চালিয়েছে পুলিশ।

শহরের মেয়র ক্যারেন ব্যাস মঙ্গলবার (১০ জুন) রাতে ডাউনটাউন এলাকার এক বর্গমাইল অঞ্চলে রাত্রিকালীন কারফিউ জারি করেন।

মেয়র বলেন, বিক্ষোভকারীরা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট করছে, তাই শহরের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, কারফিউ কার্যকরের পর পুলিশ ডাউনটাউন এলাকায় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পুলিশ জানায়, একাধিক দল এখনো জড়ো হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

মেয়র ব্যাস বলেন, মঙ্গলবার (১০ জুন) প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আগের কয়েক দিনে আরও ডজনখানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৯ জুন) রাতেই শহরের ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, আমরা এক মোড়বদলের অবস্থায় পৌঁছেছি। এখনই থামাতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন। এরইমধ্যে চার হাজার ন্যাশনাল গার্ড সদস্য এবং ৭০০ মেরিন সেনা মোতায়েন করা হয়েছে। তবে এদের গ্রেফতার করার কোনো ক্ষমতা নেই, কেবলমাত্র ফেডারেল সম্পত্তি ও কর্মকর্তাদের রক্ষা করাই তাদের দায়িত্ব।

লস অ্যাঞ্জেলস পুলিশ প্রধান জিম ম্যাকডনেল জানান, কারফিউ কোনো মতপ্রকাশ থামানোর উদ্দেশ্যে নয়; বরং জীবন ও সম্পদ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/এনজে

কারফিউ বিক্ষোভ লস অ্যাঞ্জেলস

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর