Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি দাবাড়ুকে ফেরত পাঠাল ভারত

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৫ ১৪:৩০

ভারতে গিয়ে বিপাকে রানী হামিদ

২১তম দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে অংশ নিতে ভারত গিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ ও আছিয়া সুলতানা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বিমানবন্দর থেকেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আছিয়াকে।

বিশেষ অতিথি হিসেবে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে যোগ দিতে দেশ ছেড়েছিলেন ৮২ বছর বয়সী রানী হামিদ। বার্ধক্যজনিত কারণে সফরসঙ্গী হিসেবে নিয়েছিলেন আরেক দাবাড়ু আছিয়াকে। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় আছিয়াকে।

বিজ্ঞাপন

টাইমস অফ ইন্ডিয়া বলছে, আগের এক সফরে চিকিৎসা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে কলকাতার একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন আছিয়া। আর এতেই ভারতীয় রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে কালো তালিকাভুক্ত করে।

এই কারণেই এবার আছিয়াকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাতভর বিমানবন্দরের ইমিগ্রেশন সেন্টারে অবস্থান করে পরের দিন তাকে দ্বিগুণ মূল্যে টিকিট কিনে দেশে ফিরতে বাধ্য করা হয়।

আছিয়ার দেশে ফেরত আসার এমন ঘটনায় ক্ষুব্ধ রানী হামিদ। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমি খুবই মর্মাহত। যে মেয়েটি আমার সঙ্গে এসেছিল, তাকে ঢুকতেই দেওয়া হয়নি। লাগেজ পর্যন্ত দেওয়া হয়নি। পরদিন তাকে দেশে ফিরতে বাধ্য করা হয় দ্বিগুণ মূল্যে টিকিট কেটে।’

সারাবাংলা/এফএম

আছিয়া সুলটানা দাবাং ভারত রানী হামিদ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর