Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্রজাতির টিয়া মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৬:৩২ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৬:৩৫

টিয়া মাছ বা প্যারট মাছ।

পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবু সালেক (৪০) নামের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির চারটি টিয়া মাছ বা প্যারট মাছ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এরআগে বুধবার (১১ জুন) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় মাছগুলো ওই জেলের জালে ধরা পড়ে।

জানা যায়, বুধবার রাতে তিনি চট্রগ্রামের বাঁশখালি থেকে আল্লাহর দোয়া-৪ নামের একটি ট্রলার নিয়ে ১৭ জেলেসহ সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়েছিলেন। ওই সময় মাছগুলো তার জালে আটকা পড়ে। ৪টি মাছের ওজন ৫ কেজি। মাছগুলো নিয়ে আসার পর এক নজর দেখতে ওই আড়তে ভীড় করে উৎসুক জনতা।

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘স্থানীয়ভাবে মাছগুলোকে টিয়া বলা হলেও এর বৈজ্ঞানিক নাম স্কারাস জুফার। মাছগুলো সচরাচার বাংলাদেশে দেখা যায় না। এসব মাছ ওমানের মধ্য থেকে দক্ষিণ উপকূলীয় জলসীমায় পাওয়া যায়। ১৯৯৫ সালে মাছটি শনাক্ত করা হয়েছিল।’

সারাবাংলা/এইচআই

টিয়া মাছ পটুয়াখালী বঙ্গোপসাগর মাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর