Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুবান্ধব আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই: আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:৪২

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ঢাকা: ‘টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না। এ বিষয়ে বন্ধুবান্ধব আর সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই।’ এমনটিই বলেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। তার এ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। মাত্র ২০ মিনিটেই প্রায় দুই হাজার মানুষ মন্তব্য করেছেন।

মজার ছলে অনেকে মন্তব্য করলেও কেউ কেউ ভাবার্থ বুঝেই লিখেছেন। শেখ ফাহিম ফয়সাল নামে একজন লিখেন, ‘তাও ব্রিটেনের প্রধানমন্ত্রী।’ আবুল কাশেম অভি লিখেন, ‘আর এটাকেও কিছু কিছু দলের মানুষ ক্রেডিট মনে করছে। আহাম্মক বলে যা হয় আর কি।’

বিজ্ঞাপন

ফুজাইল জামিল লিখেন, ‘যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে বলেন না কেন! গোটা জাতি আজ অপমানিত হয়েছে। আর এসব মন্তব্য দেখে আঁচ করা যাচ্ছে, ঠিক কাকে ইঙ্গিত করেছেন এই উপদেষ্টা।’

উল্লেখ্য, লন্ডনে সফরত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে তার সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ। তবে সাড়া দেননি যুক্তরাজ্যের সরকারপ্রধান। ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সারাবাংলা/আরএম/ইআ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর