Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১২ জুন ২০২৫ ১৯:৫৭

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরে ডুবে মো. আরিয়ান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ঘটনা ঘটে।

নিহত শিশুটি ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের চুলকানিপাড়া গ্রামের মাহফুজুল ইসলামের একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে একা খেলছিল ছোট্ট আরিয়ান। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম (ভুট্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুটির করুণ মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। শিশু আরিয়ান ছিল পরিবারের একমাত্র সন্তান। হাসপাতাল থেকে তার লাশটি বাড়িতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইআ

নীলফামারী পুকুরে ডুবে শিশুর মৃত্যু