নড়াইল: জেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। আহত ইজিবাইকচালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফ (৫৫)।
জানা যায়, তারা বাড়ি থেকে ইজিবাইকে মহাজন এলাকায় আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। এরই মধ্যে নড়াগাতীর থানার তালবাড়িয়া এলাকায় বালুবাহী ট্রলি ইজিবাইককে চাপা দিলে স্বামী-স্ত্রী নিহত হন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জাফর ও তার স্ত্রী মর্জিনা নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, এ দুর্ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।