Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমলায় অতিরিক্ত বাস ভাড়া, ৪ পরিবহণকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২৩:০৮ | আপডেট: ১২ জুন ২০২৫ ২৩:২৪

অভিযানে চার পরিবহণকে জরিমানা করা হয়েছে।

নীলফামারী: জেলার ডিমলা উপজেলায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে চার পরিবহণ কোম্পানিকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে ডিমলা কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৃষ্টি পরিবহণ, এনা পরিবহণ, জহুরুল পরিবহণ ও কাজী পরিবহণের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব পরিবহণ ইচ্ছেমতো ভাড়া আদায় করে আসছিল, যা যাত্রীদের ভোগান্তির কারণ ছিল। অভিযানের ফলে স্বস্তি ফিরেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে সহকারী কমিশনার ফারজানা আক্তার বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

সারাবাংলা/এইচআই

অতিরিক্ত ভাড়া আদায় জরিমানা নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর