Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেহরানের প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫ ০৯:৪৪ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১২:২৫

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফাইল ছবি

ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ভোররাতে ওই হামলার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয় বলে আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদন বলছে, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে ছয় থেকে নয়টি বিস্ফোরণ হয়েছে। এতে শিশুসহ বেশকিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, কর্তৃপক্ষ ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করেছে। তবে ইসরায়েলি হামলায় বিমানবন্দরটিতে সরাসরি কোনো প্রভাব পড়েনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

ইসরায়েলি বাহিনী ফ্লাইট স্থগিত বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর