Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর পৃথকস্থানে ছুরিকাঘাতে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১১:৩৫ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১৩:৩২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে পৃথকস্থানে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে গেছে।

শুক্রবার (১৩ জুন) ভোর ৫টার দিকে ওয়ারী টিকাটুলীতে মুরগী ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামকে (৫৫) ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ৭০ হাজার টাকা ও রাত ১১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোডে রিকশা চালক মিঠুকে (৪২) ছুরিকাঘাত করে দুইহাজার টাকা নিয়ে যায়। আহত অবস্থায় দুইজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে আহত সিরাজুলের ছেলে আবু বক্কর জানান, তাদের বাসা উত্তর যাত্রাবাড়ি ধলপুর এলাকায়। তার বাবা পেশায় একজন মুরগী ব্যবসায়ী। ভোরে মুরগী কেনার উদ্দেশ্যে সিএনজিতে কাপ্তান বাজারে যাচ্ছিল। টিকাটুলি রেলগেইটের হুমায়ুন সাহেবের বাড়ির সামনে আসলে তিনজন ছিনতাইকারী তার বাবার গতিরোধ করে। তার কাছে থাকা টাকা নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তার বাবার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। সঙ্গে থাকা ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমার বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসা শেষে বাবাকে বাসায় নিয়ে আসছি।

বিজ্ঞাপন

এদিকে আহত রিকশাচালকে হাসপাতালে নিয়ে নিরাপত্তাকর্মী ফখরুদ্দিন জানান, আহত মিঠুর বাসা মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায়। তিনি পেশায় একজন অটো রিকশাচালক। আগে মিঠু নিরাপত্তাকর্মীর কাজ করতো। রাতে মোহাম্মদপুর তাজমহল রোড দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলাম। এ সময় তিনজন ছিনতাইকারীরা গতিরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। তাদের বাধা দিতেই আমার পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। চিৎকার দিলে আমার সঙ্গে থাকা দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

ফখরুদ্দিন আরও জানান, মিঠুর চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পরে আছেন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ভোরে ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরের দিকে ওয়ারী ও মোহাম্মদপুর এলাকা থেকে আহত হয়ে দুইজন হাসপাতালে আসে। তারা অভিযোগ করেন, ছিনতাইকারীরা তাদের ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে। এই ঘটনায় ওয়ারী থেকে আসা সিরাজুল ইসলামের হাতে ও পায়ে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। তবে মোহাম্মদপুরের মিঠুর পেটে গুরুতর আঘাত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

আহত ছিনতাইকারী ছুরিকাঘাত নগদ অর্থ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর