Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ১৩ জুন ২০২৫ ১৭:৪২

নিহত আড়াই বছরের শিশু রোহান।

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে থাকায় ডোবায় পড়ে রোহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রোহানের বাবা মিজানুর রহমান গাজী মিয়ে ছিলেন, মা ব্যস্ত ছিলেন গোয়ালঘরে। এই সুযোগে রোহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংড়া ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা রোহানকে ডোবায় ভাসতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রোহানের প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংড়া ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচয় দেয়। এ ঘটনায় অনেকেই নিজের অশ্রু সংবরণ করতে পারেননি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

ডোবায় পড়ে শিশুর মৃত্যু