Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ১৪ জুন ২০২৫ ০০:১৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত প্রদান করা হবে না।

তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেলআবিব। এছাড়া দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তাও দূতাবাস ও মিশন বন্ধের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এনজে

ইসরায়েল দূতাবাস বন্‌ধ বিশ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর