Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করায় জমিয়তের সন্তোষ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২২:২২ | আপডেট: ১৪ জুন ২০২৫ ১৬:১৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ জুন) লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এরপর দু’পক্ষের যৌথ বিবৃতিতে জানানো হয় আগামী ফেব্রুয়ারির শুরুতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে বিএনপিসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের কারণে জনমনে যে শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছিল আজকের বৈঠক পরবর্তী যৌথ ঘোষণার পর তা দূরীভূত হয়েছে বলে আমরা প্রত্যাশা করি।’

বিজ্ঞাপন

জমিয়ত মহাসচিব আরও বলেন, ‘শুধু ঘোষণাই যথেষ্ট নয়, বরং প্রয়োজনীয় সংস্কার শেষে সব দলের সমান সুযোগ নিশ্চিত করে সর্বমহলে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন উপহার দিতে হবে।’

সারাবাংলা/এফএন/এইচআই

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর