Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা-জয়সহ ২২২ জনের নামে হত্যাচেষ্টা মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ১৪ জুন ২০২৫ ১২:৪০

ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে সোহেল রানা নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলাটির এজাহার আসে। পরে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২০ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও অভিনেত্রী শমী কায়সার।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন সোহেল রানা। এ সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে হামলা চালান পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। তবে দীর্ঘদিন হাসপাতালে থাকায় মামলা করতে দেরি হওয়ার কথা এজাহারে তুলে ধরেন এই ভুক্তভোগী।

সারাবাংলা/আরএম/এনজে

জয় শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর