Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপে রিয়ালের ম্যাচ কবে, কখন, কোথায়

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫ ১০:৪৩

ক্লাব বিশ্বকাপে মাঠে নামছে রিয়াল

ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই মহারণে অংশ নেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে রিয়ালের প্রতিপক্ষ কারা, কোন স্টেডিয়ামে হবে তাদের ম্যাচগুলো, চলুন জেনে নেওয়া যাক সেটাই।

ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই বড় এক ধাক্কা খেয়েছে রিয়াল। ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তি বিদায় নিয়েছেন। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন রিয়ালের সাবেক ফুটবলার জাবি আলোনসো। এখনো রিয়ালের হয়ে ডাগআউটে নামেননি তিনি।

নতুন কোচের অধীনেই তাই ক্লাব বিশ্বকাপে খেলতে যাচ্ছে রিয়াল। গ্রুপ এইচ এ নিজেদের প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। ১৯ জুন রাত ১টায় হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পাচুকা। ২৩ জুন রাত ১টায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ক্লাব।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিয়াল মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি সলজবুর্গ। ২৩ জুন রাত ১টায় দুই দল মাঠে নামবে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

সবশেষ ২০২৩ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল রিয়াল। ২০২৪ সালে তাদের শিরোপা হাতছাড়া হয় ম্যানচেস্টার সিটির কাছে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর