Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাচ্ছে বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়ম

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৫ ১২:১২

বাউন্ডারি লাইনের ক্যাচের নিয়ম বদলাচ্ছে আইসিসি

বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে কত অদ্ভুত উপায়ই না বেছে নেন ফিল্ডাররা। অনেক সময় বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকেও লাফিয়ে উঠে বল মাঠের ভেতরে ছুঁড়ে মারেন তারা। এবার পালটে যাচ্ছে সেই বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়ম।

গত কয়েক বছর ধরেই বাউন্ডারি লাইনে দুর্দান্ত সব ক্যাচের প্রবণতা বেড়েছে। অনেকেই বাউন্ডারি লাইন পার করে লাফিয়ে উঠে বল মাঠের ভেতরে পাঠান। নিজে আবার বাউন্ডারি লাইনের ভেতরে ঢুকে সেই ক্যাচ ধরেন। বাউন্ডারি লাইনের বাইরে একাধিকবার এরকম বল ছোঁয়ার নিয়ম নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছে আইসিসি।

২০২৩ সালে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ জন্ম দিয়েছিল বড় বিতর্কের। বাউন্ডারি লাইনের সীমানা পার করে দুইবার বল ছুঁয়ে সেটা ভেতরের দিকে পাঠিয়েছিলেন তিনি। অনেক বিতর্ক উঠলেও নিয়ম অনুযায়ী তার ক্যাচ বৈধই ছিল।

বিজ্ঞাপন

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন নিয়ম অনুযায়ী, এভাবে ক্যাচ নেওয়া কিংবা ছক্কা বাঁচানো আর বৈধ থাকছে না। বাউন্ডারি লাইনের সীমানার বাইরে একবারই বল স্পর্শ করতে পারবেন ফিল্ডার।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জুন মাসের শেষ দিকেই নতুন এ নিয়ম কার্যকর করা হবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে নিয়মটি সংযুক্ত হবে চলতি মাসেই। এরপর এমসিসির বিধিমালায় অন্তর্ভুক্ত হবে আগামী বছরের অক্টোবরে।

১৭ জুন শ্রীলঙ্কা ও বাংলাদেশ গল টেস্ট দিয়ে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এই ম্যাচের সঙ্গে আইসিসির প্লেয়িং কন্ডিশনও হালনাগাদ করা হবে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর