Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২১:৪৩ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১২:০৫

ছবি: সংগৃহীত

চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাশাপশি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানি গণমাধ্যম দ্যা ডনের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৪ জুন) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে ভাষণ দেওয়ার সময় বলেন, ‘আমরা ইরানের পাশে আছি এবং আন্তর্জাতিক যেকোনো মঞ্চে তাদের স্বার্থ রক্ষায় সমর্থন দেবো।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে একের পর এক সবাই একই পরিণতির শিকার হবে।’

খাজা আসিফ সব মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠক ডেকে যৌথ কৌশল গ্রহণের তাগিদ দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে।’

এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেন।

পাকিস্তান ও ইরানের মধ্যে ৭৫০ কিলোমিটার (৪৬৬ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম ও ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলকে যুক্ত করেছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

ইরান ইসরায়েল-ইরান সংঘাত পাকিস্তান সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর