Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের হামলায় ইরানের ৩১ সামরিক কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে শনিবার (১৪ জুন) ইসরায়েলি বিমান হামলায় সামরিক কর্মীসহ ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জন সামরিক কর্মী ও একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য রয়েছেন।

এ তথ্য জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর বাহরাম সারমাস্ত। তিনি জানান, হামলায় এখন পর্যন্ত ৫৫ জন আহত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুক্রবার ভোরে শুরু হওয়া এই হামলায় ১৯টি ভিন্ন স্থানে ৫৫ জন আহত হয়েছেন। প্রাদেশিক রাজধানীর গুরুত্বপূর্ণ সরবরাহ ও পরিবহন কেন্দ্র তাবরিজ বিমানবন্দরে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

সারাবাংলা/ইআ

আজারবাইজান ইসরায়েলি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর