Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী তিন বছরে সরকারের ঋণ দাঁড়াবে ২৯ লাখ কোটি টাকা

সোহেল রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:০০ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১৭:০৪

ঢাকা:  বাজেট বাস্তবায়নে প্রতি বছর সরকারের দেশি-বিদেশি ঋণ বাড়ছে। চলতি  অর্থবছর শেষে সরকারের এ ঋণের স্থিতি দাঁড়াবে ২১ লাখ কোটি টাকার বেশি। আগামী তিনটি অর্থবছর শেষে সরকারের এ ঋণের পরিমাণ বেড়ে প্রায় ২৯ লাখ কোটি টাকা দাঁড়াবে। সরকারের সার্বিক ব্যয় ও ঋণ পরিস্থিতি পর্যালোচনা করে সম্প্রতি  ঋণের এ হিসাব প্রক্ষেপণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রক্ষেপণ অনুযায়ী, আগামী তিনটি অর্থবছরে দেশি-বিদেশি মিলিয়ে সরকারের ঋণ ৭ লাখ ৮১ হাজার ৯০০ কোটি টাকা বাড়তে পারে। এর মধ্যে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৩০ হাজার ১০০ কোটি টাকা, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২ লাখ ৬১ হাজার ২০০ কোটি টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ২ লাখ ৯০ হাজার ৬০০ কোটি টাকা ঋণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অর্থ  বিভাগ বলছে, আগামী ২০২৫-২৬, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে সরকারের মোট ঋণ স্থিতি দাঁড়াবে যথাক্রমে ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা (জিডিপি’র ৩৭ দশমিক ৪১ শতাংশ); ২৬ লাখ ৩ হাজার ২০০ কোটি টাকা (জিডিপি’র ৩৭ দশমিক ৬৩ শতাংশ) এবং ২৮ লাখ ৯৩ হাজার ৮০০ কোটি টাকা (জিডিপি’র ৩৭ দশমিক ৭২ শতাংশ)।

এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি-বিদেশি মিলিয়ে সরকারের মোট ঋণ দাঁড়াবে ২১ লাখ ১১ হাজার ৯০০ কোটি টাকা (জিডিপি’র ৩৭ দশমিক ৪১ শতাংশ)। এর আগে গত ২০২৩-২৪ অর্থবছর শেষে সরকারের প্রকৃত ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৮১ হাজার ৯০০ কোটি টাকা (জিডিপি’র ৩৭ দশমিক ৬২ শতাংশ)। সে হিসাবে বিদায়ী অর্থবছরে টাকার অঙ্কে সরকারের মোট ঋণ বাড়ছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

ঋণের সার্বিক স্থিতি প্রক্ষেপণের পাশাপাশি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সম্ভাব্য স্থিতিও প্রাক্কলন করেছে অর্থ বিভাগ। সে হিসাবে আগামী তিনটি (২০২৫-২৬, ২০২১৬-২৭ ও ২০২৭-২৮) অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের সম্ভাব্য স্থিতি দাঁড়াবে যথাক্রমে ১৩ লাখ ২৬ হাজার ৮০০ কোটি টাকা; ১৪ লাখ ৯০ হাজার ৫০০ কোটি টাকা এবং ১৬ লাখ ৮৬ হাজার ২০০ কোটি টাকা।

অন্যদিকে আগামী তিনটি (২০২৫-২৬, ২০২১৬-২৭ ও ২০২৭-২৮) অর্থবছরে বৈদেশিক ঋণের সম্ভাব্য স্থিতি দাঁড়াবে যথাক্রমে টাকার অঙ্কে ১০ লাখ ১৫ হাজার ২০০ কোটি টাকা; ১১ লাখ ১২ হাজার ৭০০ কোটি টাকা এবং ১২ লাখ ৭ হাজার ৭০০ কোটি টাকা।

অর্থ বিভাগ বলছে, গত ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত সময়ে অভ্যন্তরীণ ঋণ- জিডিপি’র অনুপাত ধারাবাহিকভাবে বেড়েছে। উল্লেখিত সময়ে ঋণ জিডিপি’র অনুপাত ১৫.৫ শতাংশ থেকে বেড়ে ২১.৫২ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে বৈদেশিক ঋণ-জিডিপি’র অনুপাত গত ২০১৪-১৫ অর্থবছরের ১১ দশমিক ৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৩-২৪ অর্থবছরে ১৬ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে। প্রক্ষেপণ অনুযায়ী, আগামী ২০২৭-২০২৮ অর্থবছরে এটি জিডিপি’র ১৫ দশমিক ৭৪ শতাংশে দাঁড়াবে।
অর্থ বিভাগ বলছে, বাংলাদেশে প্রবৃদ্ধি সহায়ক খাতে ঋণ গ্রহণকে অগ্রাধিকার দিলেও এটি মুদ্রার বিনিময় হার ঝুঁকি, ব্যয়বহুল অভ্যন্তরীণ ঋণ এবং অর্থনৈতিক প্রতিকূলতার চাপের মুখোমুখি হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) সংশ্লিষ্ট রাজস্ব আহরণ আশানুরূপ না হওয়ায় সরকারের ওপর অর্থায়নের চাপ বাড়ছে।

অন্যদিকে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য দেশজুড়ে ভৌত ও সামাজিক অবকাঠামো তৈরি প্রয়োজন। এ প্রেক্ষাপটে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি মধ্যমেয়াদি ঘাটতি অর্থায়ন কৌশল অনুসরণ করছে।

অর্থ বিভাগ বলছে, যদিও বাংলাদেশের ঋণ-জিডিপি’র অনুপাত বর্তমানে আন্তর্জাতিক মুদ্র তহবিলের (আইএমএফ) নির্ধারিত নিরাপদ সীমার মধ্যে রয়েছে, তবে দীর্ঘমেয়াদি আর্থিক শৃংঙখলা এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এক্ষেত্রে নিবিড় মনিটরিং ও সময়োপযোগী সঠিক পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। একটি স্থিতিশীল এবং ক্রমবর্ধমান অর্থনীতি নিশ্চিত করার পথে লক্ষ্যমাত্রার তুলনায় কম রাজস্ব সংগ্রহ এবং ক্রমবর্ধমান ঋণ পরিশোধ ব্যয়-বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

অর্থ বিভাগ বলছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদারদের কাছ থেকে অনুদান এবং নমনীয় ঋণ (কম সুদের হার, দীর্ঘ পরিশোধকাল) পাওয়ার সুবিধাদি ক্রমান্নয়ে হ্রাস পাচ্ছে। সামনের দিনগুলোতে বাংলাদেশকে তুলনামূলক উচ্চ সুদের হার ও স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণের ওপর আরও বেশি নির্ভর করতে হতে পারে। এর ফলে ঋণ পরিশোধ ব্যয় বাড়বে। এ সময় বাংলাদেশের ঋণ পরিস্থিতির মধ্যমেয়াদি চিত্র অনেকটাই নির্ভর করবে সরকারের গৃহীত কার্যকর কৌশলগুলোর বাস্তবায়নের ওপর। যদি রাজস্ব আহরণ, রফতানি বৈচিত্রকরণ এবং ঋণ ব্যবস্থপনায় কার্যকর সংস্কার না আনা যায়, তাহলে ঋণের স্থিতি এবং সংশ্লিষ্ট ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

সারাবাংলা/আরএস

অর্থ বিভাগ সরকারের ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর