Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাগিং বন্ধ ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি জবি শিক্ষার্থীদের

জবি করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:১১ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জবি শিক্ষার্থীরা।

ঢাকা: র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস ও জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফা দাবি ও বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা।

রোববার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষার্থীরা তিনটি দফা দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের বাস ও ক্যাম্পাসে র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা; তথাকথিত জেলা ছাত্রকল্যাণ কমিটির নাম ব্যবহার করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধা শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘শিক্ষা ও সন্ত্রাস, একসাথে চলে না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফ্যাসিবাদের দোসররা, হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিরাপদ ও মর্যাদাসম্পন্ন পরিবেশ প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিছু গোষ্ঠী ছাত্রকল্যাণ কমিটির নাম ব্যবহার করে তা হরণ করছে।’

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতাউল্লাহ আহাদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গুপ্ত সন্ত্রাসীরা এখনো গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পরে বিভিন্ন সংগঠনে ঢুকে আবারও র‍্যাগিং ও নিপীড়নের সংস্কৃতি চালু করেছে। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

তিন দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল হোসেন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ‘ছাত্রলীগ ট্যাগিং’ দিয়ে হেনস্তা করা হচ্ছে। একটি জেলা ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি বা সেক্রেটারি কি কোনো শিক্ষার্থীকে ‘বাসে অবাঞ্ছিত’ ঘোষণা করতে পারেন? এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, ‘কোনো শিক্ষার্থী অপরাধ করলে তার বিচার করার অধিকার কেবল প্রশাসনের। কিন্তু এখন ছাত্রকল্যাণ কমিটির নামে কিছু নেতা নিজেরাই বিচার করছেন, যা সম্পূর্ণ অন্যায়।’

প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সংগঠনের এক বিবৃতিতে দুই শিক্ষার্থীকে ছাত্রকল্যাণ সংগঠন ও বিশ্ববিদ্যালয় বাস পরিবহন ‘নোঙ্গর’ থেকে দুই শিক্ষার্থীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নামে বহিষ্কার করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।

সারাবাংলা/এসডব্লিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) র‍্যাগিং বন্ধের দাবি