Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মীরসরাইয়ে সড়কে ঝরল মা-ছেলেসহ তিন প্রাণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বালুবোঝাই পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-ছেলের মৃত্যু হয়। আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও দুজন।

নিহতরা হলেন- ফারজানা আক্তার (২৩) ও তার ছেলে তিন বছর বয়সী মানারুল ইসলাম এবং সাইফুল ইসলাম নামে ১৬ বছর বয়সী এক কিশোর।

আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফারজানার স্বামী জিয়া উদ্দিন (২৭) ও মেয়ে মাহমুদা কায়সার (৮)। নিহত সাইফুল জিয়া উদ্দিনের চাচাতো ভাই। তাদের বাড়ি মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর গ্রামে।

বিজ্ঞাপন

জানা গেছে, দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জিয়া উদ্দিনের। তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। স্ত্রী, ছেলে-মেয়ে ও চাচাতো ভাইকে নিয়ে মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘নিয়ন্ত্রণ হারানো একটি বালুবোঝাই পিকআপ পেছন থেকে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হন। আহত অবস্থায় চারজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে ফারজানা ও তার ছেলে মারা যান।’

ওসি জানান, নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোহাম্মদ রুবেল বাদী হয়ে পিকআপের চালক শাহাবুদ্দিনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। পিকআপ চালককে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম মীরসরাই সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর