Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি শেষে শেয়ারবাজা‌রে ইতিবাচক প্রবণতা

স্টাফ ক‌রেসপ‌ন্ডেট
১৫ জুন ২০২৫ ১৭:২২ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

ঢাকা: ঈদুল আজহার ১০ দি‌নের ছু‌টি‌ শে‌ষে দে‌শের শেয়ারবাজা‌রে ইতিবাচক প্রবণতায় লেন‌দেন শুরু হ‌য়ে‌ছে। ছুটির পরে রাজধানী চিরচেনা চেহারায় না ফির‌লেও শেয়ারবাজা‌রে লেনদেন ছিল স্বাভা‌বিক।

ছু‌টির আগে দরপত‌নের ধারা থাক‌লেও সপ্তা‌হের প্রথম কার্যদিবস রোববার (১৫ জুন) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন ব্রোকারেজ হাউজ ও মা‌র্চেন্ট ব‌্যাংকগু‌লো‌তে বি‌নি‌য়োগকারী‌দের সশরী‌রে উপ‌স্থি‌তি কম ছিল। কিন্তু টে‌লি‌ফো‌নে ও অনলাইনে শেয়ার কেনা‌বেচা হওয়ায় লেন‌দেন বে‌ড়ে‌ছে।

বাজার পর্যালোচনা করে দেখা গে‌ছে, সকা‌লে ইতিবাচক প্রবণতায় শুরুর পর দিন‌শে‌ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৭২৪ পয়েন্টে। যা ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে বেড়েছিল ৪৪ পয়েন্ট। মূলত শেয়ার বি‌ক্রি ক‌রে ওইদিন টাকা উত্তোল‌নের সু‌যোগ না থাকায় সূচক বে‌ড়ে‌ছিল।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন যার পরিমাণ ছিল ২২৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৫৩ লাখ টাকার বা ১৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টির। সেই হি‌সাবে দিন‌টি‌তে মোট ৩৬ দশমিক ৯৯ শতাংশের দর বে‌ড়ে‌ছে। আর দর কমেছে ১৭৯টির, যা শতাংশের হিসাবে ৪৫ দশমিক ৬৬। এ ছাড়া, দর পরিবর্তন হয়নি ৬৮ টি বা ১৭.৩৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে এদিন ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২ টির, কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩১৯৪ পয়েন্টে।

ঈদের আগে শেষ কার্যদিবসে সিএসইতে ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই বেড়েছিল ৪৯ পয়েন্ট।

সারাবাংলা/একে/পিটিএম

ইতিবাচক প্রবণতা ডিএসই শেয়ারবাজার সিএসই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর