Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলক্ষেতে মহিলা হোস্টেলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নিউমার্কেট নীলক্ষেতে কর্মজীবি মহিলা হোস্টেলের একটি কক্ষ থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক ব্যাংকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ।

রোববার (১৫জুন) দুপুর দেড়টার দিকে নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেলের তিনতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত রিয়ার বাড়ি বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামে। বাবার নাম মো. জাহাঙ্গীর হোসেন। রিয়া ঢাকা জেলার দোহারে অগ্রনী ব্যাংকে চাকরি করতেন।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) হোসনে মোবারক বলেন, ‘হোস্টেল কর্তৃপক্ষের খবরে ঘটনাস্থলে যাই। সেখানে তিনতলার ওই কক্ষ ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙ্গে দেখা যায় ওই নারী কক্ষের মধ্যে নিজের পরিহিত ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

বিজ্ঞাপন

এসআই আরও জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। স্বজনদের খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

নারীর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর