Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা: চট্টগ্রামে একদিনে ৯ জন শনাক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৭:৪০ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আরও ৯ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে সংক্রমণ শুরুর পর প্রথমবারের মতো একদিনে এত করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল।

রোববার (১৫ ‍জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, নগরীর চারটি বেসরকারি ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। বাকি দুইজনের মধ্যে একজন চট্টগ্রামের পটিয়া উপজেলা ও আরেকজন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের বাসিন্দা।

বিজ্ঞাপন

এ নিয়ে সরকারি হিসেবে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে ১৫ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

সারাবাংলা/আরডি/ইআ

করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর