নেত্রকোনা: নেত্রকোনা সীমান্তে তক্ষকসহ নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকারীদের একটি মাইক্রোবাসকে ও জব্দ করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) সকালে বিশেষ অভিযানে কলমাকান্দার সদরের চিনাহালা-বরুয়াকোনা সড়কের চিনাহালা ব্রীজ এলাকায় তক্ষকসহ পাচারকারীদের আটক করেছে। এ সময় একটি মাইক্রোবাসকে জব্দ করেছে তারা।
এ তথ্যের সত্যতা স্বীকার করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান জানান,পাচারকারীদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তাদেরকে নেত্রকোনায় আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের পণ্য ও তক্ষকসহ বন্যপ্রাণী পাচারের ঘটনা ঘটছে। তবে এই প্রথম এজন্য সর্বোচ্চ নয়জন পাচারকারী আটক করেছে পুলিশ।