Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৮:১৭

আহত দুই পুলিশ

বগুড়া: বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (১৫ জুন) বেলা ১১টায় বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন— উপশহর ফাঁড়ির এটিএসআই মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, অবস্থান নিশ্চিত হয়ে আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে ওয়ারেন্ট নিয়ে বের হন উপশহর ফাঁড়ির দুইজন পুলিশ সদস্য। ঝোপগাড়ি এলাকায় ওই আসামি পুলিশ দেখে একটি দোকানে ঢুকে পড়েন। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সে ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত পুলিশদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত মুরাদুন্নবিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তাকে ধরতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছেন বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর

ছুরিকাঘাত পুলিশ আহত বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর