Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোমারে অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, চিকিৎসকসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৮:৫১

নীলফামারী: নীলফামারীর ডোমারে চিকিৎসকের অবহেলায় বেবি আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) দুপুরে ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

মৃত বেবি আক্তার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগা পাড়ার মো. নুর আলমের স্ত্রী।

স্বজনরা জানায় শুক্রবার (১৪ জুন) বিকেলে প্রসব ব্যথা উঠলে তাকে ডোমারের জনতা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রিজওয়ানা ইয়াসমিন কিছু পরীক্ষা করে জানান, সিজার করতে হবে। পরে তাকে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৬টায় অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে সন্তানের জন্ম দেন বেবি আক্তার। সিজারে ছিলেন চিকিৎসক রিজওয়ানা ইয়াসমিন, নিহার রঞ্জন এবং ওটি সহকারী বিপুল সরকার। অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হলেও যথাযথ চিকিৎসা না করায় অবস্থার অবনতি ঘটে। রাতেই বেবিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার ভোরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নবজাতক সুস্থ রয়েছে।

বিজ্ঞাপন

মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজনরা ক্লিনিকে জড়ো হয়ে চিকিৎসকদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও পরে সেনাবাহিনী উপস্থিত হয়।

ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছেন। এ ঘটনায় ডা. নাজমুস সাকিব, সেবিকা মোছা. সুমনা আক্তার ও সাবিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী ক্লিনিক পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অবহেলার প্রমাণ পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করেন।

ডা. রায়হান বারী বলেন, লিখিত অভিযোগ না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, ‘প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিক সিলগালা করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘নিহত নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।’

সারাবাংলা/এসআর

গ্রেফতার ৩ ডোমার নীলফামারী প্রসূতির মৃত্যু সিলগালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর