Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামায়াতসহ ৩০ দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক ১৭ জুন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২০:৫৫

‎ঢাকা: বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংবিধানের ৭০ অনুচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত ইস্যু নিয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎রোববার (১৫ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই বৈঠক শুরু হবে। যা চলবে ১৯ জুন পর্যন্ত।

‎১৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের দ্বিতীয় বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া।

বিজ্ঞাপন

‎এতে আরও বলা হয়, প্রথম পর্যায়ের বৈঠকের মতো আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ ব্রিফ করবেন৷

‎এছাড়া, এ আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ (BTV-News) সরাসরি সম্প্রচার করা হবে।

‎এর আগে, গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

জাতীয় ঐকমত্য কমিশন জামায়াত বিএনপি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর