Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৯:৩২ | আপডেট: ১৫ জুন ২০২৫ ২২:১৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বাড্ডায় মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের গুলিতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

রোববার (১৫জুন) গুলিবিদ্ধ হওয়ার পর দীর্ঘ এক মাস আট দিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, নিহতের খালাত ভাই আব্দুল জব্বার জানান, আনোয়ারের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বাবার নাম আবুল কালাম। এক ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। বর্তমানে আনোয়ার ও জব্বার বাড্ডা বৈঠাখালি এলাকায় থাকেন। সেখানে গরুর ফার্ম রয়েছে আনোয়ারের।

বিজ্ঞাপন

গত ৮ মে রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা আনন্দনগর টেকপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এতে বেশ কয়েকটি গুলিবিদ্ধ হয় তার শরীরে। খবর পেয়ে ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল সহ আরও একটি হাসপাতালে নিয়ে ভর্তি রাখা হয়। সবশেষ তাকে ১২ জুন তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে এসে ভর্তি করা হয়। এর মধ্যে কয়েকবার তার অস্ত্রপোচার হয়।

তিনি আরও জানান, এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে আনোয়ারের দ্বন্দ্ব চলছিল। তার জের ধরেই স্থানীয় মাদক কারবারী নয়ন, সালাউদ্দিন, দেলোয়ারসহ আরও কয়েকজন মিলে তাকে গুলি করেছিল।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ

গুলিতে নিহত মাদক কারবার নিয়ে দ্বন্দ্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর