Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২৩:৫৩

মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যতে শোক জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ।

রোববার (১৫ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।

ইউনুস আহমেদ বলেন, ‘রাজনীতির উত্তাল সময়ে এবং দেশ গঠনের এই মাহেন্দ্রক্ষণে তার অভিজ্ঞতা জাতিকে উপকৃত করত। তার মৃত্যুতে জাতি এক প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’

উল্লেখ্য, রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মোহসীন মন্টু।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ইসলামী আন্দোলন মৃত্যু মোস্তফা মোহসীন মন্টু শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর