Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫ ১২:৪৩ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:৪৭

সোনিয়া গান্ধী।

ভারতের কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে পেটের সমস্যাজনিত কারণে তাকে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালের বরাতে এনডিটিভির খবর বলা হয়েছে, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এর আগে, ৭ জুন রাজ্যসভার এ এমপি হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছু ছোটখাট স্বাস্থ্য সমস্যাজনিত চেক-আপে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন প্রদেশটির মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (গণমাধ্যম) নরেশ চৌহান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর