খুন করে বিকাশের টাকা ছিনতাই: মূলহোতাসহ গ্রেফতার ৬
৩০ জুন ২০১৮ ১৬:৪৮ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১৬:৫৪
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় গুলি করে বিকাশ এজেন্টকে খুন করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- আব্দুল জব্বার মিয়া, সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, কামরুল হাসান, কাউসার ও জামাল।
শনিবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১০ জুন ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় বিকাশের এজেন্ট রাশেদ হোসেন টাকা সংগ্রহ করে ফেরার পথে জব্বার ও বাপ্পি মিলে মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে। জব্বার টাকার ব্যাগ চাইলে রাশেদ দিতে চায়নি। বাপ্পি ও জব্বার মিলে রাশেদের সাথে ধস্তাধস্তি শুরু করলে পাশেই একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকরা এগিয়ে আসতে থাকে। এটি টের পেয়ে জব্বার পিস্তল বের করে তিন রাউন্ড গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়েও তাদের ধরতে পারেনি।’
গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। গোয়েন্দারা জানতে পারে, টাকা ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জন জড়িত। তারা ছিনতাই ও হত্যাকাণ্ড ঘটানোর আগে ডেমরায় বসে পরিকল্পনা করেছে।
এর আগে বাপ্পিসহ চারজনকে নরসিংদী, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তারা এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছে। আর গতকাল (২৯ জুন) রাতে খাগড়াছড়ি থেকে মূলহোতা আব্দুল জব্বার ও সহকারী জামালকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের পূর্ব শাখার উপ কমিশনার নুরুন্নবী চৌধুরীসহ ডিবির বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হলি আর্টিজান মামলার চার্জশিটের ২১ জঙ্গির ১৩ জনই মৃত!
সারাবাংলা/ইউজে/এমও