Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৬:১৯ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৯

ঢাকা: ঈদুল আযহার দীর্ঘ ছুটির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচক ও লেনদেন বাড়ার গতি আগের দিনের চেয়ে ভাল ছিল।

সাধারণ বিনিয়োগকারীদের স্বশরীরে উপস্থিতি কম থাকলেও সোমবার (১৬ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৫টির শেয়ার দর বেড়েছে। যা বিগত বেশ কিছুদিন ধরেই দেখা যায় নি। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় সকালের লেনদেন শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জুন) সারাদিনই সূচকের উর্ধমুখী প্রবণতা বজায় ছিল। সেই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়ছিল। এভাবে দিনভর লেনদেনের পর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১০৪৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১৭৮৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪১৭ কোটি ৩৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ২ লাখ ৭১২ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১৫টি কোম্পানির, বিপরীতে ৩৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

সারাবাংলা/একে/আরএস

ঢাকা স্ট ক এক্সচেঞ্জ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর