Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ১৬ জুন ২০২৫ ১৮:৫৮

সাঈদা মুনা তাসনিম।

ঢাকা: প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের ১২টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক পাচারের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডসহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ ও নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইবিলি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক) থেকে ঋণ নিয়ে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচার করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/ইআ

অনুসন্ধান শুরু সাঈদা মুনা তাসনিম সাবেক হাইকমিশনার

বিজ্ঞাপন

‘চেং মাই’ দেখতে শত শত মানুষ
১২ জুলাই ২০২৫ ২০:২৪

আরো

সম্পর্কিত খবর