Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত আরও ১০

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ১৮:১১ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২০:৫৬

করোনাভাইরাস। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এই প্রথম একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেল। তবে আগে থেকেই তার কিডনিসহ শারীরিক বিভিন্ন জটিলতা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ২৮ জন করোনায় আক্রান্ত হলেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৭৫ বছর বয়সী মৃত শফিউল আলম চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা। নতুন করে সংক্রমণ শুরুর গত ৪ জুন চট্টগ্রামে তিনজনের কোভিড শনাক্ত হয়। শফিউল এ তিনজনের মধ্যে একজন। তিনি নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ঈদুল আজহার আগের দিন হাসপাতাল ছেড়ে যান। রোববার (১৫ জুন) বাড়িতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে জানান, ‘মে মাসে ঢাকার একটি হাসপাতালে শফিউল আলমের হার্নিয়া অপারেশন হয়। পোস্ট অপারেটিভ জটিলতা নিয়ে তিনি চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার কিডনি ফেইলিউর শনাক্ত হয়। ডায়ালাইসিস চলছিল। এর মধ্যে আবার ৪ জুন তার কোভিড শনাক্ত হয়। তবে নিজের ও পরিবারের সম্মতিতে তিনি হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে যান। সেখানেই গতকাল (রোববার) তার মৃত্যু হয়েছে আমরা জানতে পেরেছি।’

এদিকে নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজন চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। বাকি তিনজন চট্টগ্রামের মীরসরাই, কর্ণফুলী ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

এ নিয়ে সরকারি হিসেবে চলতি বছর চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জনে, যার মধ্যে ২২ জনই নগরীর বাসিন্দা। এদের মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

সারাবাংলা/আরডি/পিটিএম

করোনা চট্টগ্রাম টপ নিউজ ভাইরাস মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর