Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ফেলোশিপ আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২২:৪২ | আপডেট: ১৭ জুন ২০২৫ ০৯:২৭

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ফেলোশিপ আহ্বান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন আহ্বান করেছে পঁুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই ফেলোশিপের জন্য ২০২৪ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়কালের মধ্যে প্রকাশিত প্রতিবেদন গ্রহণ করা হবে।

সোমবার (১৬ জুন) বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। শুধুমাত্র ‘ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)’-এর সদস্যরা এই এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে ‘বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রাম প্রবর্তন করেছে। ১৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত এ অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ প্রোগ্রামে আবেদন আহ্বান করা হয়েছে।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস

  • প্রিন্ট মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট।
  • ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট।
  • অনলাইন মিডিয়া ক্যাটাগরির অ্যাওয়ার্ড: ২ লাখ ৫০ হাজার টাকার নগদ অর্থ এবং একটি ক্রেস্ট।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফেলোশিপ

  • ৫ লাখ টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।
  • ২ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের একটি ফেলোশিপ।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন করতে এবং আবেদনের নিয়মাবলী ও যোগ্যতা সম্পর্কে জানতে, ক্লিক করুন: https://www.cse.com.bd/bsecaward/

আবেদন গ্রহণ শুরু ১৬ জুন, চলবে ১৭ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/জিএস/পিটিএম

ফেলোশিপ আহ্বান বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস