Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত এনসিপির কমিটি ১৭৫টি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২৩:০০ | আপডেট: ১৭ জুন ২০২৫ ০৯:২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে তাদের সাংগঠনিক কাঠামো জোরদার করছে। এরই মধ্যে দলটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বমোট ১৭৫টি কমিটি গঠন করেছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় দফতর।

সোমবার (১৬ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে দলটি কেন্দ্রীয় কাঠামোর অধীনে ১৩টি সেল, ১০টি কার্যকরী উইং, ৩০টি জেলা কমিটি, ১২০টি উপজেলা কমিটি এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২টি পূর্ণাঙ্গ মহানগর কমিটি গঠন করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত পূরণে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে এনসিপি। স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের পাশাপাশি দলীয় গঠনতন্ত্র, কর্মপরিকল্পনা ও নীতিমালা সংহতকরণ প্রক্রিয়াও চলমান রয়েছে।

বিজ্ঞাপন

সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘দেশজুড়ে আমরা একটি কার্যকর ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র, স্বচ্ছতা ও জনঅংশগ্রহণকে প্রাধান্য দিয়ে আমরা দলকে এগিয়ে নিতে চাই।’

দলীয় সূত্রে জানা যায়, আগামী কয়েক মাসের মধ্যেই অবশিষ্ট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হবে।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি কমিটি কেন্দ্র টপ নিউজ তৃণমূল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর