ঢাকা: দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলবর্তী এলাকায় আবারও দুর্যোগের আভাস। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতর দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে বলা হয়েছে, অন্তত ৮টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায়-
নদীপথে চলাচলরত নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। মাছ ধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। কৃষকদেরকে ক্ষেতের পানি ও ফসল সুরক্ষায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিসের এই পূর্বাভাসের ভিত্তিতে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা জলাশয়ের ধারে অবস্থান পরিহারের আহ্বান জানানো হয়েছে। শিশু ও বয়স্কদের বজ্রপাত থেকে রক্ষায় ঘরের ভেতর থাকতে বলা হয়েছে।
পরিস্থিতি আরও খারাপ হলে নতুন সতর্কতা জারি করা হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।