দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে কুবি
৩০ জুন ২০১৮ ১৭:৫৩
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
কুবি: গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এদিকে শিক্ষার্থীদের সুবিধার্থে গত ২৩ জুন খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। ইতোমধ্যেই আবাসিক হলগুলোতে ফিরতে শুরু করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে আবারও প্রাণচাঞ্চল্য হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ২০ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় গত ২৮ জুন। ২৯ ও ৩০ জুন শুক্র ও শনিবার (সাপ্তাহিক ছুটি) হওয়ায় আগামীকাল রোববার থেকেই শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। এর আগে গত ২৪ জুন থেকে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম।
সারাবাংলা/এমএইচ