ঢাকা: ইরান-ইসরায়েল যুদ্ধ বেশিদিন চললে জ্বালানি তেল, গ্যাস ও এলএনজি’র দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা দেখেছি দাম এরই মধ্যে কিছুটা বেড়েছে। তবে যেগুলোতে আমরা অর্ডার করেছি সেগুলোতে প্রভাব ফেলেনি। এ কারণে আমরা এখনি সেদিকে যাচ্ছি না, আমরা আরও অপেক্ষা করব।
মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে ‘অর্থনৈতিক বিষয়কসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ ও ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়া প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আপাতত আমরা পর্যবেক্ষণ করছি। যুদ্ধটা যদি বেশিদিন চলে, তখন আমাদের ওপরও এর একটা প্রভাব বা প্রেশার পড়বে। গ্যাস, এলএনজির দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বিবেচনায় নেব।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘ক্রয় কমিটির বৈঠকে যে এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি, সেটা পুরোনো দামেই কোড করেছে। আমাদের ভাগ্য ভালো যে আমরা আগের দামেই পাবো। তবে ভবিষ্যতে যখন নতুন কোনো কিছু কিনবো, তখন হয়তো কিছুটা ইফেক্ট করবে।’
যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের বিকল্প চিন্তারে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প চিন্তা বলতে অবশ্যই জ্বালানি মন্ত্রণালয় এ নিয়ে ভাবছে। যেহেতু আমরা এলএনজির ওপর নির্ভর করি বেশি। আর যুদ্ধের কারণে শুধু জ্বালানি না, সার, জাহাজ চলাচলেও প্রভাব পড়বে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আসে, সেখানে প্রভাব পড়তে পারে। তবে মনে হচ্ছে, যুদ্ধটা বেশি দিন চলবে না।’
অপর এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘যুদ্ধের কারণে আপাতত বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না।’