Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তঃসত্ত্বাকে মারধরে পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে মামলা


৩০ জুন ২০১৮ ১৮:৫১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চাঁদার দাবিতে এক অন্তঃসত্ত্বাকে চড়-থাপ্পড় মারার অভিযোগে চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন নয়নসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে মামলাটি করেন চকবাজার থানা এলাকার নাজিম উদ্দিন রোডের বাসিন্দা সালমা আক্তার (২২)।

এদিন আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামি ৫ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন। মামলার অভিযুক্তরা হলো- ওই এলাকার বাসিন্দা মাহবুব, হাজী বাবুল, জামাল উদ্দিন, মিন্টু, শাহীন ও শাহীদকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, চলতি বছরের গত ২৩ মে মামলার আসামি এসআই নয়ন চকবাজারের নাজিম উদ্দিন রোডে বাদী সালমার বাসায় সাদা পোশাকে এসে ডাকাডাকি এবং তার দরজায় ধাক্কাধাক্কি করে। এসময় নয়নের সঙ্গে বাকি ছয় আসামিও ছিলেন। বাদী দরজা খুললে তার স্বামী রিয়াজকে খোঁজাখুঁজি করতে থাকে আসামিরা। বাদী তার স্বামীকে খোঁজার কারণ জানতে আসামিরা খারাপ আচরণ করেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

মামলায় আরও বলা হয়, দাবিকৃত টাকা না দিলে স্বামীকে (রিয়াজ) একাধিক মাদক মামলার আসামি করা হবে বলে হুমকি দেন আসামিরা। এ সময় তিনি টাকা দিতে অস্বীকার করলে উপ পরিদর্শক (এসআই) নয়ন বাদীর দুই গালে চড়-থাপ্পড় মারে। সঙ্গে থাকা অপর আসামিরাও এ সময় তাকে মারধর করে রক্তাক্ত করে।

এরপর ৯ জুন আসামিদের বিরুদ্ধে লালবাগ জোনের ডিসির বরাবর একটি অভিযোগ করেন বাদী। এসআই ছাড়া অপর আসামিরা বাদীর বাসায় প্রবেশ করে ভাঙচুর এবং নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে। গত ২৬ জুন আসামিরা অভিযোগের বিষয় জানতে পারলে লাঠিসোটা নিয়ে বাদী ও তার স্বামীকে মারধর এবং অভিযোগ তুলে না নিলে তাদের জীবননাশের হুমকি দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর