Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধান উপদেষ্টার যুক্তরাজ‍্য সফর সফল- এ নিয়ে অসন্তোষের কিছু নেই’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:০১ | আপডেট: ১৮ জুন ২০২৫ ০০:২৬

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন রুহুল আলম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ‌সের যুক্তরাজ‍্য সফর সফল- এ নিয়ে অসন্তোষের কিছু নেই বলে মন্ত‌ব‌্য ক‌রে‌ছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র স‌চিব রুহুল আলম সিদ্দিকী ।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ মন্তব্য করেন।

প্রধান উপ‌দেষ্টার যুক্তরাজ‍্য সফরের সন্তু‌ষ্টির বিষ‌য়ে সাংবা‌দিকরা জান‌তে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ‘ঢাকার ব্রিটিশ হাইকমিশন প্রধান উপদেষ্টার সফরকে রাষ্ট্রীয় সফর বলে অভিহিত করেছিলেন। সে কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব‍্যাপারে আশাবাদী ছিল সরকার। কোনো কারণে তা হয়নি। দেশ‌টির প্রধানমন্ত্রী ছাড়া সবার সঙ্গেই বৈঠক হ‌য়ে‌ছে।’ তবে বৈঠক না হওয়ার কিছুটা দায়ভার পররাষ্ট্র মন্ত্রণালয়েরও বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

ভার‌তের অব‌্যাহত পুশইনের বিষ‌য়ে তি‌নি ব‌লেন, ‘আগামীতে ভার‌তের সঙ্গে কনস্যুলার বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে। সেখা‌নে পুশইন নি‌য়ে বিস্তা‌রিত আলোচনা হ‌বে। এ ছাড়া, ভার‌তের কা‌ছে বন‌্যার আগাম সতর্কতা স‌ঠিক সম‌য়ে অব‌হিতকরণে দেশ‌টির সহায়তা চাওয়া হ‌বে।’

নিষেধাজ্ঞা থাকায় তেহরানে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলছেন, ‘দেশটির রাষ্ট্রীয় রেডিওতে হামলার সময় সেখানে থাকা আট বাংলাদেশি নিরাপদে আছেন।’

এদিকে এই যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব সুদূরপ্রসারী হবে আশঙ্কা করে এ ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

সারাবাংলা/একে/পিটিএম

বিজ্ঞাপন

ইউটিউবে ভিউ বাড়াবে যে ফিচার
৩০ আগস্ট ২০২৫ ১৬:০১

আরো

সম্পর্কিত খবর