Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ২১:২৫ | আপডেট: ১৮ জুন ২০২৫ ০০:২৬

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত

ঢাকা: মিয়ানমারে নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত করেছে পাকিস্তান। অর্থাৎ দীর্ঘ ছুটির পর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে বাংলাদেশে ফেরাচ্ছে না দেশটি। দায়িত্ব পালনের প্রায় দেড় বছরের মাথায় তাকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হলো।

সৈয়দ আহমেদ মারুফের স্থলে ইমরান হায়দারের নিয়োগের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছেন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (১৭ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্পোকসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে ইমরান হায়দারকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে যোগ দেন। আর গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন তিনি। তখন এ নিয়ে গুঞ্জন তৈরি হয়।

সারাবাংলা/একে/পিটিএম

ইমরান হায়দার নতুন হাইকমিশনার পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর