Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ফল মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৩:৫৩

ফল মেলা। ফাইল ছবি

ঢাকা: বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) চত্বরে শুরু হতে যাওয়া এই মেলা শেষ হবে আগামী ২১ জুন।

বৃহস্পতিবার মেলার উদ্বোধন করবেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

জাতীয় ফল মেলায় এবারের প্রতিপাদ্য ”দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে ও রাসায়নিকমুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।

বিজ্ঞাপন

সরকারি পর্যায়ে ২৬টি ও বেসরকারি পর্যায়ে ৪৯টি মিলিয়ে মোট ৭৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। রাজধানীসহ সারাদেশের ৬৪টি জেলার ৪৩১টি উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।

জাতীয় ফল মেলা উপলক্ষ্যে ১৯ জুন কেআইবি (কৃষিবিদি ইনস্টিটিউট অব বাংলাদেশ) মিলনায়তনে স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল: বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/ইআ

জাতীয় ফল মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর