Monday 22 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে রেকর্ডে গিলক্রিস্ট-ডি ককদের ছাড়িয়ে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৫ ১৫:৪০

গলে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনেই সেঞ্চুরি পেয়েছেন তিনি। গলে দ্বিতীয় দিনে মুশফিকুর রহিমের ইনিংস ছাড়িয়েছে ১৫০ রান। আর এই ইনিংস খেলার পথেই নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে কখনোই বোলিং না করা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান এখন মুশফিকের।

গল টেস্টে প্রথম দিনের শেষভাগে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। দ্বিতীয় দিনেও ক্রিজে অবিচল তিনি। দ্বিতীয় দিনে বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে মুশফিক করেছেন ১৫৯ রান।

তিন ফরম্যাট মিলিয়ে কখনোই বোলিং করেননি মুশফিক। আজ বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে তার রান এখন ১৫৫০৯ রান। কখনোই বোলিং না করা ক্রিকেটারদের মধ্যে এটিই সর্বোচ্চ।

বিজ্ঞাপন

মুশফিক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টকে। কখনোই বোলিং না করা গিলক্রিস্ট আন্তর্জাতিক ক্রিকেটে করেছিলেন ১৫৪৬১ রান।

গিলক্রিস্টের পরেই আছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। তিন ফরম্যাট মিলিয়ে তার রান ১২৬৫৪। ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারের রান ১১৮৮১। আরেক ইংলিশ ব্যাটার জনি বেইরস্টোর রান ১১৫৮১।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো