কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় সাদা দলের নিন্দা
৩০ জুন ২০১৮ ১৯:৩৫
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাবি : সরকারি চাকরিতে প্রচলিত কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদ দল উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান সাক্ষরিত ওই বিবৃতিতে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়,আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা এবং অমানবিক নির্যাতনের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত খবরে নিষ্ঠুরতার চিত্র দেখে আমরা বাকরুদ্ধ। আমরা চাই এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
বিবৃতি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এতে হামলার শিকার আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন সাদা দলের শিক্ষকরা।
সারাবাংলা/কেকে/এমএস