Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় হলে জনগণ তালিকা প্রকাশ করবে— বিএনপির চাঁদাবাজ নেতাকর্মীদের সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১৯ জুন ২০২৫ ০০:১৫

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির যেসব নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িত তাদেরকে নিজ দলের নির্দেশনাগুলো মাথায় ঢুকিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। সময় হলে, জনগণ অপকর্মের লিস্ট ছবিসহ প্রকাশ করবে বলে জানান তিনি।

বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিএনপির যে সকল নেতাকর্মী জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এখন চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত, আপনারা এই কেন্দ্রীয় নির্দেশনাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিন।’

‘আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, লুটপাট করে অনেক বছর পার পেয়ে গিয়েছিল; আপনাদের সেই সুযোগ নেই। ছবিসহ অপকর্মের লিস্ট জনগণই জনসম্মুখে প্রকাশ করবে। শুধু সময়ের অপেক্ষা।’

বিজ্ঞাপন

সারজিস আলম তার পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফটোকার্ড শেয়ার করেছেন।

সেই ফটোকার্ডে মির্জা ফখরুল বলেছেন, ‘আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন। এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি বিএনপি সারজিস আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর