Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ বছরের চুক্তিতে বার্সায় গার্সিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ১০:২১

বার্সায় যোগ দিলেন গার্সিয়া

গত মৌসুমের শেষভাগ থেকেই গোলকিপার ইস্যুতে বেশ সরগরম ক্লাবটি। এই মৌসুমে নতুন কিপার দলে ভেড়াতে পারে বার্সেলোনা, শোনা যাচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত এস্পানিওলের তরুণ কিপার হুয়ান গার্সিয়াকে দলে নিল কাতালানরা। ৬ বছরের চুক্তিতে গার্সিয়াকে দলে ভিড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

বার্সা স্কোয়াডে কিপার ছিলেন তিনজন। মার্ক টের স্টেগান, সেজনি ও ইনিয়াকি পেনিয়ার সঙ্গে এবার স্কোয়াডে যোগ দিলেন গার্সিয়া।

কত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন উঠেছিল, এস্পানিওল ছেড়ে বার্সায় আসছেন গার্সিয়া। শেষ পর্যন্ত বার্সাতেই এলেন ২৪ বছর বয়সী কিপার। রিলিজ ক্লজের ২ কোটি ৫০ লাখ ইউরো পরিশোধ করে তাকে দলে এনেছে কাতালানরা।

বিজ্ঞাপন

আগামী ২০ জুন বার্সার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন গার্সিয়া। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সায় থাকবেন তিনি।

গার্সিয়ার আগমনে বার্সা ছাড়তে পারেন স্টেগান ও পেনিয়া। সেজনি ও গার্সিয়াকে নিয়েই সামনে এগোবে বার্সা, ধারণা করা হচ্ছে এমনটাই।

গার্সিয়া এস্পানিওল যুব দলে যোগ দেন ২০১৬ সালে। মূল দলে তার অভিষেক হয় ২০২১ সালে। ২০২৪ সালে এস্পানিওলকে লা লিগায় তোলার পেছনে বড় অবদান ছিল গার্সিয়ার।

সারাবাংলা/এফএম

গোলকিপার বার্সেলোনা হুয়ান গার্সিয়া

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর