Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১০:২৩ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১০:২৫

রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপন।

ঢাকা: ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার (১৮ জুন) ব্রিটিশ হাইকমিশন ঢাকার পক্ষ থেকে রাজার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে অতিথি ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন উদযাপনের জন্য এই সংবর্ধনার আয়োজন করতে পেরে আমি আনন্দিত। এবারের জন্মদিন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এক সপ্তাহ আগে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফর করেছেন।

বিজ্ঞাপন

এটি আমাদের গভীরভাবে ভাগাভাগি করা ইতিহাস, শক্তিশালী সংস্কৃতি, মানুষে মানুষে যোগাযোগ, কমনওয়েলথ সম্পর্কের পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারত্ব উদযাপন করারও একটি সুযোগ।

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যুক্তরাজ্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। জলবায়ু, বাণিজ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন, শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদান আছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকার, সংসদ, কূটনৈতিক, ব্যবসায়, বাণিজ্য, শিক্ষা, সামাজিক উন্নয়ন, শিল্প, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া ক্ষেত্রের প্রতিনিধিরা উদযাপনে যোগ দেন।

রাজা চার্লস তৃতীয়ের প্রকৃত জন্মদিন হলো নভেম্বরে। ট্রুপিং অব দ্য কালার সাধারণত জুনে অনুষ্ঠিত হয়। ১৭৪৮ সাল থেকে ব্রিটিশ রাজার দ্বিতীয় জন্মদিন উদযাপনের ঐতিহ্য শুরু হয়। তখনকার রাজা দ্বিতীয় জর্জের জন্মদিন ছিল অক্টোবর মাসে। কিন্তু তিনি ভালো আবহাওয়ায় জন্মদিন উদযাপন করতে জুনে বেছে নেন।

রাজা কমনওয়েলথের প্রধান হওয়ায় ৫৬টি দেশেও তার জন্মদিন উদযাপিত হয়ে থাকে।

সারাবাংলা/একে/ইআ

জন্মদিন উদযাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর