Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে মাদক ব্যবসায়ীর গুলিতে ২ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১০:৫০ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৪:৪২

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পল্টন থানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন- লালবাগ ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফকিরাপুল মোড়ে এ ঘটনা ঘটে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, রাতে দুই গোয়েন্দা পুলিশ দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে আতিক হাসান পেটের বাম পাশে ও সুজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে তাদের দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান করছিল। ফকিরাপুল মোড়ে মাদক ব্যবসায়ীদের একটি প্রাইভেটকারের গতিরোধ করলে তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পুলিশ গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রাইভেটকারটি ডিবি হেফাজতে আছে বলেও জানা গেছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো