ঢাকা: রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা ও গাড়িসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান।
তিনি বলেন, টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত দুই সেনা ও পুলিশ সদস্য। তাদেরসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।